প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ২২:৫৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যক্ষ্মা ও কুষ্ঠ রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমিয়েন ফাউন্ডেশন নাচোলের উদ্যোগে উপজেলার নেজামপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয় হাটবাকইলে আজ সোমবার বেলা ১০ টার দিকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নবীউল হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসাদুর রহমান বিপ্লব ও ডেমিয়েন ফাউন্ডেশন এর টিএলসিও নবীউল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়নের ইউপি সদস্য, ইমাম, সাংবাদিক, নারী প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যক্ষ্মা ও কুষ্ঠ রোগ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত আরএমও ডা: আসাদুর রহমান বিপ্লব ও ডেমিয়ান ফাউন্ডেশন এর প্রতিনিধি নবীউল হক।
মন্তব্য করুন: