প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৩, ২০:৪৩
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান আইটিপুরের ৩টি ব্যাচের সাটিফিকেট প্রদান ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠানটির হলরুমে বিকাল ০৪ টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার মাসুম আনোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি নবাবগঞ্জ সরকারী কলেজ এর অধ্যক্ষ জনাব ড. মাযহারুল ইসলাম তরু মহোদয়ের প্রতিনিধিত্ত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের লেকচারার সাদরুজ্জামান আমির আল মাহফুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সাদেকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিটার বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সটাক্টর মো: রেজুয়ানুল আবেদীন ও ইনফিনিটি কন্সট্রাকশন এর ম্যানেজিং ডিরেক্টর ইন্জি: শহীদুল ইসলাম সরকার।
উপস্থিত অতিথিদের মধ্যে আরও আলোচনা রাখেন, নবাবগঞ্জ সরকারী কলেজের ইংরেজী বিভাগের লেকচারার তামান্না তাবাসুম উর্মী, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: শফিউল আজম, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আরিফুল ইসলাম অনু, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: মো: আব্দুল মালেক, আইটিপুরের কো-ফাউন্ডার ইন্জি. ওয়ালিউল্লাহ সুমন এবং কো- ফাউন্ডার ও পরিচালক ইন্জি. ওয়াহিদুর রেজাসহ অন্যান্যরা।
বক্তারা আইটি সেক্টরে চাঁপাইনবাবগঞ্জ জেলার পিছিয়ে পড়ার কারণ ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথা বাংলাদশের আইটি সেক্টরকে এগিয়ে নিতে আইটিপুর বিশেষ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সবগুলো ছবি দেখতে ক্লিক করুন: ছবি ঘর
মন্তব্য করুন: