[email protected] ঢাকা | রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ফরিদা ইয়াসমিন এর কবিতা “প্রতিদান”

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৩, ২১:৫২

ছবি: মোসা: ফরিদা ইয়াসমিন

প্রতিদান

মোসা: ফরিদা ইয়াসমিন

এ পথে চলতে

যদি থমকে দাঁড়াই

মনে রেখো তোমায় স্মরণ করব।

যদি পথ হারাই

কাঙ্খিত স্থানে না পৌঁছাই

মনে রেখো তোমায় স্মরণ করব।

যদি দেখানো স্বপ্ন

পুরণ না হয়

মনে রেখো তোমায় স্মরণ করব।

যদি দৃষ্টি ফিরাও

সাড়া না দাও

মনে রেখো তবু্ও স্মরণ করব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর