[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

‘চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা’

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ মে ২০২৫, ১৬:৫৯

চিত্রনায়ক শাকিব খান। ছবি: সংগ্রহীত

দেশের প্রেক্ষাগৃহে ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। এবারের ঈদে মুক্তি পেয়েছিল ৬টি ছবি। যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। যা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও বেশ সাফল্য অর্জন করেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন শাকিব খান। যেখানে উল্লেখ করেছেন যে, ‘চলতে থাকুক বাংলা সিনেমার এই জয়যাত্রা।’

শাকিব লিখেছেন, ‘গৌরবের ৫০ দিন : বক্স অফিসে ‘বরবাদ’-এর জয়জয়কার। ৫০দিন পূর্ণ করলো 'বরবাদ'! ইন্ডাস্ট্রি হিট এই সিনেমা এখনও দাপটের সাথে চলছে দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে।’

সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসায় ‘বরবাদ’-এর এই অসাধারণ সাফল্য। আমার এবং 'বরবাদ' টিমের পক্ষ থেকে সকল দর্শকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলতে থাকুক বাংলা সিনেমার এই জয় যাত্রা।’

প্রসঙ্গত, শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর