[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

ইবি রেজিস্ট্রারের অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৫, ২৩:৩৫

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রেজিস্ট্রারের অফিসে ঢুকে ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে। তারা পরীক্ষা নিয়ন্ত্রক এবং অর্থ ও হিসাব শাখার বিভিন্ন দফতরে গিয়ে হুমকি প্রদান ও দরজা-জানালায় আঘাত করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এসব ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১১টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান নাস্তা করার সময় অফিসে ঢুকে পড়ে ছাত্রদলের প্রায় ১০-১২ জন নেতাকর্মী। ঢুকেই রেজিস্ট্রারকে উদ্দেশে করে নানা হুমকি দিতে শুরু করেন তারা। এ সময় কয়েকজন বলেন, ‘তুই এখনো পদত্যাগ করিসনি? আগামীকালের মধ্যে রিজাইন দিবি। না করলে আরও কঠোর অ্যাকশন নেওয়া হবে।’ পরে তারা নাস্তার কাপ-পিরিচ ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন রেজিস্ট্রার। সরেজমিনে রেজিস্ট্রারের টেবিলের পাশে ভাঙা কাপ-পিরিচ দেখা যায়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, তারা ছাত্রদলের নেতাকর্মী, কিন্তু তাদের কাউকে আমি চিনি না। তার নিকট সিসিটিভি ফুটেজ চাওয়া হলে তিনি বলেন, প্রশাসনের অনুমতি ব্যতীত ফুটেজ দিতে পারবো না।

প্রকিউরমেন্ট এন্ড স্টোর শাখার উপ-রেজিস্ট্রার মীর মোর্শেদুর রহমান বলেন, ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী আমার কক্ষের সামনে এসে চিৎকার- চেঁচামেচি করেন। আমাকে তারা বিভিন্ন হুমকি দিয়ে যান।

এ বিষয়ে কথা বলতে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করতে পারবো না। বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর