[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

ঢাবি ক্যাম্পাসে পুলিশি হামলার নিন্দা ছাত্র শিবিরের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৫, ২১:৫৭

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত বামপন্থী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জানুয়ারি ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করছে। ফ্যাসিবাদী শাসনামলে আন্দোলন দমন করতে এমন হামলা করা হতো। তবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি অত্যন্ত দুঃখজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বিপজ্জনক। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অযাচিত শক্তি প্রয়োগ এবং হামলা গণতান্ত্রিক অধিকার এবং মৌলিক মানবাধিকার পরিপন্থি বলে মনে করে ছাত্রশিবির।

সভা-সমাবেশ, প্রতিবাদ ও মৌলিক মানবাধিকার চর্চায় এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বলা হয়, ছাত্রশিবির মনে করে, শিক্ষাঙ্গনে পুলিশের অনধিকার প্রবেশ এবং নির্বিচার হামলা শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি শুধু শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশে হস্তক্ষেপের কারণ নয়, বরং এটি তাদের সার্বিক নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করছে। মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশের অধিকার এবং প্রতিবাদের অধিকার মৌলিক মানবাধিকার, এবং এর প্রতি যে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় অবিলম্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর