[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ ৬ দাবীতে/

চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

সদর উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
৭ অক্টোবার ২০২৪, ২৩:৩০

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে চাঁপাইনবাবঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-কর্মচারী। 

সোমবার (০৭ অক্টোবর) শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে জেলা কলেজ শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান, জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, সহ সভাপতি ও নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, শাহনেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের প্রভাষক বাবুল আখতার, রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোত্তালেব হোসেন, নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক মোহাঃ ফিরোজ কবির,আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ারসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ২৫% উৎসব ভাতার পরিবর্তে পূনাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১,০০০/-টাকার পরিবর্তে জাতীয় বেতন স্কেলের ৪০-৪৫ শতাংশ বাড়ি ভাড়া ৫০০/-টাকা মাসিক চিকিৎসা ভাতা ১,৫০০/-টাকা, অবসর কল্যাণ ভাতা প্রদানে কালক্ষেপণ না করা এমপিওভুক্ত কলেজে সহযোগি অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে নতুন পরিপত্র জারী, উপাধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১২বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং অধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

রাব্বি/ আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর