প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৪, ২০:২৪
বিচারের দাবীতে পলিটেকনিকের শিক্ষার্থীরা। ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জে টোল আদায়কে কেন্দ্র করে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে শিক্ষার্থীকে মারধরের ঘটনার বিচার ও সেতুর টোলঘরে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা বারোঘরিয়ায় সেতুর উত্তর প্রবেশপথে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় বক্তারা বলেন,গত বুধবার (০২ অক্টোবর) দুপুরে সেতু পারাপারের সময় টোলঘরের আদায়কারীরা বেধড়ক মারধর করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে। ঘটনার তিন দিন পার হয়ে গেলেও এখনও কোনো সুরাহা হয়নি। তাই এর সুষ্ঠু বিচারের দাবিতে আমরা সড়কে নেমেছি। দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের এমন মারধর ও লাঞ্ছিতের বিচার না করলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা কোনো বাংলাদেশকে স্বাধীন করলাম। এমন মার খাওয়ার জন্য, নির্যাতনের শিকার হওয়ার জন্য? শুধু সেতুতে টোল আদায় নয়, জেলার সব অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে আগামীকাল থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। ছাত্রদের নাম করে কেউ কোনো ষড়যন্ত্র করলে তার কঠোর জবাব দেয়া হবে।
আগামীকালকের মধ্যে দাবি আদায় না হলে সবাইকে নিয়ে বিকেল ৩টায় আবার আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পলেটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মইন খান, আব্দুর রহিম, মো. মাহফুজ, মো. মোস্তাকিনসহ অন্যান্যরা।
আআ
মন্তব্য করুন: