প্রকাশিত:
১৯ জুন ২০২৩, ০৫:০৩
‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
রবিবার সমাপনী দিনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সেমিনারে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌলী এ জে এম মাসুদুর রহমান।
আলোচনায় অংশ নেন- জেলা আইডিইবি’র সভাপতি ও সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মেহেদি খান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান আফিদা রহমান, একই প্রতিষ্ঠানের কম্পিউটার টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম, ননটেকনোজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর দুর্গাচরণ রায়, কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. মোজাহারুল হক।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও বিভিাগীয় প্রধান ড. আরিফুল আলম। এসময় চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. মঈন উদ্দিনসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বর্তমান ডিজিটাল যুগে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে সেমিনারে বক্তারা বলেন- কারিগরি শিক্ষা শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, এতে করে শ্রমিক সহজেই দেশীয় ও আন্তর্জতিক শ্রমবাজারে প্রবেশ করতে পারেন। দক্ষ জনশক্তি বৈদেশিক মুদ্রা আহরণ বৃদ্ধি করে। কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, প্রয়োজনীয় মূলধন অর্জন করে জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে এবং অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়। আমাদের শ্রমবাজারকে আধুনিকায়নের মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তর ও দেশের শিল্পায়নের পথে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারগরি শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বক্তারা আরো বলেন বর্তমান ৪র্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের দেশে কারিগরি শিক্ষার গুরুত্ব এতটাই বেশি যে, কারগরি শিক্ষা অজর্নকারীদের শতভাগ কর্মসংস্থানই তার প্রমাণ। তাছাড়া কারিগরি শিক্ষা গ্রহণ করে অনেক তরুণ সফল উদ্যোক্তা হচ্ছেন। অপরদিকে সাধারণ শিক্ষা গ্রহণ করে বেকারের সংখ্যা বাড়ছে। তাই গ্লোবাল ভিলেজে বসবাসকারীদের অবশ্যই কারিগরি জ্ঞানসম্পন্ন মানুষ হতে হবে। আধুনিক শিক্ষাব্যবস্থায় উন্নত দেশগুলো কারিগরি শিক্ষা অর্জনের মাধ্যমে উৎপাদনমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি, আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ ব্যবহার ও কৌশল প্রয়োগ করে শিল্প ও কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। বাংলাদেশে আজকের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে বলে আশা প্রকাশ করেন তারা।
আলোচনা শেষে গত শনিবার অনুষ্ঠিত স্কিল কম্পিটিশনের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেমিনারের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনসহ অন্যরা।
এবারের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কারিগরি শিক্ষার ওপর ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন: