[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

সুষ্ঠ হোক কানসাট ইউপি নির্বাচন


প্রকাশিত:
১৪ জুন ২০২২, ১২:৫৭

ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন। এইবার শিবগঞ্জ উপজেলার কানসাট নির্বাচনে প্রতিদন্ডিতা করছে দুই জন প্রার্থী। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোয়ন পেয়ে নৌকার মাঝি হিসেবে মাঠে আছে বর্তমান ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম এবং তার প্রতিদন্ডি হিসেবে মাঠে আছেন বর্তমানে রাজনৈতিক মাঠে নিরব এবং কোনঠাসা দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মো: সেফাউল মূলক। তাই মূলত বলা যায়, এই নির্বাচন আওয়ামেলীগ এবং জামাতের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত নির্বাচনে এই দুইজন প্রার্থীসহ বিএনপির প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করেছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বেনাউল জয় লাভ করেছিল আর বর্তমান নির্বাচনে অংশগ্রহণ কারী সেফাউল ২য় স্থান এবং বিএনপির প্রার্থী ৩য় স্থান পেয়েছিল। কিন্তু এবার যেহেতু বিএনপির প্রার্থী নাই তাই এই নির্বাচনে তাদের ভোটারগণ জামায়াতের প্রার্থীর দিকে ঝুঁকে পড়বে এমনটায় আশা করা যায়। কারণ জামায়াত বিএনপি আনুষ্ঠানিক ভাবে এখনো জোটের মধ্যে আছেন। তাছাড়া শিবগঞ্জকে একসময় বিএনপি জামায়াতের ঘাটি হিসেবে বিবেচনা করা হতো। তাছাড়া জনমতের জরিপে কিছু স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে এবং তাতে দেখা যায় জনসাধরণ একটা অংশ দাবী করছে যে, সুষ্ঠ ভোট অনুষ্ঠীত হলে এবং বিএনপির ভোট জামাতের ঝুলিতে গেলে সেফাউল নির্বাচনে জয় লাভ করবে। কিন্তু আরেকটি পক্ষ উন্নয়নের কথা বলছে। তারা মনে করে বর্তমান সরকার ক্ষমতায় । তাদের প্রার্থী নির্বাচিত হলে উন্নয়ন আরো বেশি হবে। বিগত সময় সেগুলো সারাদেশের ন্যায় শিবগঞ্জ উপজেলা আওয়ামেলীগের দখলে চলে আছে। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-১ আসন, শিবগঞ্জ উপজেলা এবং পৌরসভার আওয়ামেলীগের বর্তমানে আওয়ামেলীগের নির্বাচিত প্রার্থীর দখলে। এছাড়া এই নির্বাচনকে ঘিরে শিবগঞ্জ বাসীর তথা কানসাট ইউনিয়ন বাসীর কাছে উৎসব, উৎকন্ঠা এবং উদ্দেগ্যের বিষয় হয়ে দাঁড়িছে। শিবগঞ্জ উপজেলার মধ্যে যে কয়টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে কানসাট ইউপি অন্যতম। শিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র কানসাট বাজার এই ইউনিয়নের মধ্যে অবস্থিত। কানসাট বাজার শিবগঞ্জ উপজেলার অর্থনৈতিক প্রাণ কেন্দ্র বলা চলে। চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে শিবগঞ্জ উপজেলা অর্থনৈতি, রাজনৈতিকসহ সকল বিষয়ে হট স্পট হিসেবে ধরা হয়। তাছাড়া আরেকটি বিষয় লক্ষ করা যায় যে, এই নির্বাচন কমিশনের অধীনে এইবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান নির্বাচন কমিশন বারবার জনগনসহ সকল রাজনৈতিক দলকে বার্তা দিচ্ছেন যে, তাদের অধিনে নির্বাচন সুষ্ঠ হবে। রাস্তার বিরোধী দল বিএনপিসহ সংসদের বাইরের বিরোধী দল গুলো বার বার আগের নির্বাচন কমিশনের (নুরুল হুদা কমিশন) বিষয়ে অভিযোগ তুলে আসছিল। তাছাড়া গণমাধ্যমের খবরের সূত্রের বরাত দিয়ে জানা যায়, নুরুল হুদা কমিশনের অধিনে খুব কম নির্বাচন সুষ্ঠ হয়েছে। আমরা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায়। আমরা দেখতে চায় বর্তমান নির্বাচন কমিশন তার কথা রেখেছে। আমরা দেখতে জনগণের মুখে ভোট উৎসবের হাসি। আমরা চাই সুষ্ঠ নির্বাচন, সুষ্ঠ হোক কানসাট ইউপি নির্বাচন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর