[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

মহানন্দা সেতু অতি দ্রুত টোল মুক্ত করা হোক


প্রকাশিত:
১ জুন ২০২২, ১১:১৮

ছবি সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীর উপর মহানন্দা সেতু অবস্থিত। মহানন্দা সেতুর উত্তরপ্রান্তে সদর উপজেলার ৪টি ও শিবগঞ্জ উপজেলার ১৬টি এবং ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন ছাড়াও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর অবস্থিত। সেতুটির ওপর দিয়ে বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা, শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষি ইত্যাদি কাজে যাতায়াত করতে হয়। সেতুটির ওপর দিয়ে দৈনিক বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে| খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ২০ জানুয়ারি ৪৪৮ দশমিক ৩ মিটার দীর্ঘ মহানন্দা সেতুকে টোলমুক্তকরণের সিদ্ধান্ত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সমন্বয় কমিটির সভায়। একই বছরের ৬ মার্চ জেলা প্রশাসন সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করতে সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দেন (সূত্র: যুগান্তর)। কিন্তু মহানন্দা সেতু আজোও টোল মুক্ত হয় নি। তাছাড়া সম্ভবত ২০২০ সালের শেষের দিকে (যতদূর মনে পড়ছে) ততকালীন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামেলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন এর সম্বনয়ে টোল মুক্ত করণ বিষয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিন্তু তার কোন ফল প্রসু ফলাফল পাওয়া যায় নি। এছাড়া জনভোগান্তি কমাতে টোল পয়েন্ট সম্প্রসারণ না করে যানবাহন ঘিরে ধরতে ডিভাইডার বসানো আছে। তবে টোল সর্বত্রই টোল আদায় ডিজিটাল হলেও ২৯ বছরের পুরনো সেতুটিতে নেই সেই ব্যবস্থা। ফলে চালক ও চলাচলকারী মানুষকে ভীষণ ভোগান্তিতে পোহাতে হচ্ছে। সেতু ইজারাদারের লোকেরা সড়কের ওপর যানবাহন সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে টোল আদায়ের সময় সেতুর উপর যানজটের সৃষ্টি হয়। টোল আদায়ের সময় ইজারাদারের লোকেরা লোকজনসহ যানবাহনের চালকদের সঙ্গে খারাপ আচরণ করে। এর ফলে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত ঘটনার। ইজারাদারের লোকদের এমন বৈরি আচরণের দায় পরোক্ষভাবে এসে পড়ে প্রশাসনের ওপর। পরিশেষে বলতে চাই মহানন্দা সেতু অতি দ্রুত টোল মুক্ত করা হোক।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর