সাব্বির হোসাইন, নিজের বলার মত গল্পের জেলা এম্বাসেডর ও ক্যাম্পাস এম্বাসেডর হিসেবে কাজ করছেন। এছাড়া পিউর প্রিমিয়াম নামে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন বিজনেস এর সাথে যুক্ত আছেন এবং উদ্দোক্তা হওয়ার চেস্টা করছেন।
সাব্বির হোসাইনের অনলাইনে সাক্ষাৎকার নিয়েছেন মোঃ আশিক আলী।
চাঁপাই জার্নালঃ আসসালামু আলাইকুম, কেমন আছেন।
সাব্বিরঃ ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ চমৎকার ভালো আছি।
চাঁপাই জার্নালঃ কি নিয়ে সময় কাটছে এখন?
সাব্বিরঃ বর্তমানে পড়াশোনার পাশাপাশি নিজস্ব পণ্য নিয়ে কাজ করতেছি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন উদ্যোক্তা ট্রেনিং এবং বিভিন্ন মেলায় উপস্থিত হয়ে দেখতেছি, শিখতেছি এবং কাজে লাগানোর চেষ্টা করতেছি।
চাঁপাই জার্নালঃ আপনার পরিবারে কে কে আছে?
সাব্বিরঃ পরিবারে বাবা, মা, বড় ভাই এবং আমার তিন বোন আছে। আমাকে সার্বিকভাবে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সার্বিকভাবে হেল্প করে থাকেন।
চাঁপাই জার্নালঃ আপনার পড়াশুনা সম্পর্কে বলুন?
সাব্বিরঃ বর্তমানে পড়াশোনা অনার্স ২য় বর্ষ গণিত বিভাগ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ।
চাঁপাই জার্নালঃ শুনেছি অনলাইন বিজনেস করছে, সেটা নিয়ে বিস্তারিত বলেন?
সাব্বিরঃ অনলাইন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকেই শিখে ১.৫ বছর থেকেই কাজ চালিয়ে জাচ্ছি, বিভিন্ন আইটেম এর নিরাপদ ফুড নিয়ে। সিজিনাল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত আম, খেজুর গুড়। সাথে আছে সকল প্রকার চাষ ও প্রাকৃতিক মধুসমুহ,ড্রাইফুড, ঘি,কালোজিরা তেল,সরিষার তেল নিয়েই অনলাইন ভিত্তিক বিভিন্ন প্লাটফর্মে সেল করে যাচ্ছি যেমন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি।
চাঁপাই জার্নালঃ ক্যারিয়ার হিসেবে কি বেছে নিবেন?
সাব্বিরঃ ক্যারিয়ার হিসেবে এখন একজন উদ্দ্যেক্তা ও একজন স্বেচ্ছাসেবক হিসেবে পরিচিত করে চলেছি।
চাঁপাই জার্নালঃ আপনার শখ কী?
সাব্বিরঃ আমার শখ হচ্ছে কিছু মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া এবং তাদের সাথে কাজ করা এবং নিজে ভালো মানুষ হওয়া ও ভালো মানুষের সাথে চলা।
চাঁপাই জার্নালঃ নেক্সট ১০ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
সাব্বিরঃ জীবন যখন একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি শুরু করেছি প্ল্যান করেছি অনার্স পড়াশুনা শেষ করে একজন সফল উদ্যোক্তা হিসেবে উপস্থাপন করা। পরের পাঁচটি বছর মানুষের জন্য কাজ করে যাব কিছু মানুষকে কর্মসংস্থান তৈরি করার জন্য। ১০ বছর পর কিছু মানুষের কর্মসংস্থান থেকে শুরু করে নিজেকে উদ্যোক্তা এবং কৃষি উদ্যোক্তা হিসেবে সফল হওয়া।
চাঁপাই জার্নালঃ বিয়ে নিয়ে পরিকল্পনা কি?
সাব্বিরঃ বিয়ে এখনোও করি নাই তবে একজন সফল উদ্যোক্তা হয়েই ইনশাআল্লাহ বিয়ে করব।
চাঁপাই জার্নালঃ চাঁপাইনবাবগঞ্জের জন্য কি কি করার চিন্তা ভাবনা আছে?
সাব্বিরঃ চাঁপাইনবাবগঞ্জের মানুষ অতি সাধারণ মানুষ চাঁপাইনবাবগঞ্জের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে চাই যেখানে চাঁপাইনবাবগঞ্জের মানুষই কাজ করবে। কৃষিপণ্য কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম সারা বিশ্বে ছড়িয়ে দিব।
চাঁপাই জার্নালঃ অনলাইন বিজনেস করে চাঁপাইনবাবগঞ্জে সফলতার সম্ভাবনা কেমন?
সাব্বিরঃ অনলাইন প্লাটফর্ম এমন একটি প্লাটফর্ম যেখানে ফ্রিতেই অনেক এবং নিজস্ব পণ্য পুরো বাংলাদেশে এই অল্প সময়ে অর্ডার পাওয়া যায় এবং বিক্রিও করা যায় । বাংলাদেশ উন্নয়নের জায়গা অনলাইন প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, তাই সবার প্রতি রিকোয়েস্ট ওয়েবসাইট ভিত্তিক ই-কমার্স, এফ কমার্স, ভিত্তিক কাজ করার। বিজনেস যারা করছেন আমি চাইবো মানুষকে না ঠকিয়ে সঠিক পণ্য ও কমিউনিকেশন, সততা,দিয়ে পন্য সেবা মানুষের মাঝে প্রদান করব ।বর্তমানে আমি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, থেকেই শিক্ষা গ্রহণ করেই কাজ শুরু করেছি অনলাইন ভিত্তিক f-commerce ভিত্তিক ইনশাল্লাহ কাজ করে যাব। আপনারদের সকলের জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
চাঁপাই জার্নালঃ আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ইনশা আল্লাহ আবারও কথা হবে।
সাব্বিরঃ আমার জন্য দুয়া করবেন।
মন্তব্য করুন: