প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৬:৫৯
কারাগারে পবিত্র কুরআন তেলাওয়াত করে দিন কাটাচ্ছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়েও তিনি বিচলিত নন বলে জানান তার আইনজীবী।
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, তজবিহ পাঠ ও লেখালেখি করে সময় কাটাচ্ছেন। তার বিরুদ্ধে আনা মামলাগুলো নিয়ে তিনি বিচলিত নন। আইনজীবীকে ট্রায়ালের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত যাত্রাবাড়ি থানার একটি হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। ফলে তার বিরুদ্ধে মামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৭টিতে দাঁড়িয়েছে। এর বাইরে দুদক ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে মামলা আছে।
পলকের আইনজীবী রাখী জানান, পলক দাবি করেন তার বিরুদ্ধে আনা কোনো অভিযোগেই তিনি জড়িত নন। দুদকের মামলায় তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না মর্মে দাবী করেন তিনি।
জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই কাফরুলে আরমান মেইনারের গেটের সামনে আব্দুল আলিম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন চিকিৎসার পর গত ১ এপ্রিল তিনি মামলাটি দায়ের করেন।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: