[email protected] ঢাকা | শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদসহ গ্রেফতার-১৩

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ মে ২০২৫, ১৫:১১

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়। ছবি: সংগ্রহীত

চাঁপাইননবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ডান হাত বলে পরিচিত এবং তার সাথে ওই আওয়ামী লীগ নেতার ঠিকাদারী ব্যবসা রয়েছে।

বৃহস্পতিবার ( গভীর রাতে জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে হাম্মাদ আলীসহ ১৩জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুও রয়েছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে ৫আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সদর মডেল থানার ওসি মোঃ মতিউর রহমান হাম্মাদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন।

র.আ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর