প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ২৩:৫২
চাঁপাইনবাবগঞ্জে প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
রোববার (১৬ মার্চ) দুপুর ১২টায় জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকা থেকে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়। এই সময় তাদের ব্যাবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে তেজামুল এবং মৃত আব্দুল মান্নানের ছেলে সামির উদ্দিন ওরফে শহিদুল পাতান।
দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে র্যাব জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলতলা মোড়ের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র্যাবের সদস্যরা তাদের থামতে সংকেত দেয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ লক্ষ ৩৫ হাজার টাকার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে এবং শিবগঞ্জ থানায় তাদের সোপর্দ করা হয়।
সি.রা/আআ
মন্তব্য করুন: