[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

শিবির নেতা হত্যা মামলায় দুই আ.লীগ নেতা দুইদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ২২:২২

০৪ নং আসামী এজাবুল হক বুলি ও ০৬ নং আসামী ইব্রাহিম আলী। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা এজাবুল হক বুলি ও ইব্রাহিম আলীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তুহিন হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা এসএম নূরুল কাদির সৈকত এ তথ্য জানিয়েছেন।

তারা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এজাবুল হক বুলি এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী।

রবিবার (১৬ মার্চ) আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

তদন্তকারি কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) এসএম নূরুল কাদির সৈকত জানান, ছাত্রশিবির মামলার এজাহার নামীয় আসামি এজাবুল হক ও ইব্রাহিম আলীকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। আজ (১৬ মার্চ) রিমান্ড শুনানির জন্য ধার্য তারিখ ছিল। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। বিকেল থেকে তাদের পুলিশ হেফাজতে নেয়া হবে।

এর আগে সোমবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে মামলার ০৪ নং আসামী এজাবুল হক বুলিকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন আদালত এবং ০৬ নং আসামী ইব্রাহিম আলী আগে থেকেই অন্য মামলায় কারাগারে ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র‍্যাব সদস্যরা। এরপর সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‍্যাব। ঘটনার ৯ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র‍্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর