[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

শিবির নেতা তুহিন হত্যা মামলায় আ.লীগ নেতাদের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৬:২৪

শিবির নেতা তুহিন হত্যা মামলার এজাহার নমীয় আসামী এজাবুল হক বুলি ও মাইনুল ইসলাম। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বিষয়টি মামলার বাদী এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ নিশ্চিত করেছেন।

সোমবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

জেল হাজতে প্রেরণকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এজাবুল হক বুলি ও মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম ওরফে মাইনুল মেম্বার।

মামলার বাদীর আইনজীবী এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ বলেন, এজাবুল হক বুলি, মাইনুল ইসলাম ও ইব্রাহিম আলী শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার এজাহার নমীয় আসামী। তারা হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্ত ছিলেন। তাদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ০৪ ও ০৫নং আসামী এজাবুল হক বুলি ও মাইনুল মেম্বার চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া ০৬ নং আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ইব্রাহিম আলী অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে আছেন।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর