[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি, আ. লীগ কর্মী গ্রেপ্তার

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৩ মার্চ ২০২৫, ২০:৫২

গ্রেফতাকৃত মাসুদ রানা। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাসুদ রানা (৩০) নামের এক আওয়ামী লীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (০৩ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আওয়ামী লীগকর্মী উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মুন্সিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। 

ওসি (তদন্ত) এস এম শাকিল জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। পরে উপজেলার সাহাপাড়া-মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উপজেলার শাহবাজপুর এলাকার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর