[email protected] ঢাকা | শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাকারবারী আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০০:০২

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জিহাদ শেখ (২১) নামে এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটককৃত জিহাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

বিজিবি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায় টহলদল। বিকাল সাড়ে ৩ টার দিকে কিরণগঞ্জ সীমান্তে জমিনপুর নামক স্থানে চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়। এ সময় সুজন নামে এক বাংলাদেশী চোরাকারবারী পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, চোরাচালানের উদ্দেশ্য ভারত থেকে জিহাদ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করা হবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর