প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৪২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা সীমান্ত এলাকা হতে চোরাইপথে আনা ১০টি ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি। গত বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন সদস্যরা মহিষগুলো আটক করেন।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এই তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে নিয়মিত টহল পরিচালনা করছে এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে। তারই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা বিওপির একটি টহলদল নিয়মিত টহল পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে টহলদল জানতে পারে, সাদ্দামের চর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাৎক্ষণিক টহলদল সেখানে নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে সীমান্তের নিকটবর্তী মাঠে ১০টি মহিষ মালিকবিহীন বেঁধে রাখা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরবর্তীতে জানা যায়, মহিষগুলো চোরাচালানের মাধ্যমে ভারত হতে এনে সেখানে বেঁধে রাখা হয়েছিল। এসময় মহিষগুলো আটক করা হয়।
মহিষগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান লে. কর্নেল মো. মনির-উজ-জামান।
তিনি বলেন, ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: