প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৯:৪৮
চাঁপাইনবাবগঞ্জে সরিষা ক্ষেতে মিলল নিখোঁজ অটোচালকের মরদেহ নিখোঁজের পর ৩দিন শ্রী পলাশ (১৮) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী সকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-নয়ানগরের একটি সরিষা ক্ষেত থেকে মরদহেটি উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন।
অটোরিকশা চালক পলাশ হলেন সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামের শ্রী লাকফর হালদারের ছেলে।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) পলাশ তার অটোরিকশাতে রিজার্ভ ভাড়ায় প্যাসেঞ্জার নিয়ে ঝিলিম বাজারের উদ্দেশ্যে রওনা হয়। তারপর থেকে আর বাড়ি আসেননি তিনি। এ ঘটনায় তার পরিবার সদর থানায় নিখোঁজ ডায়েরিও করান। এদিকে নিখোঁজের ৩দিন পর আতাহার নয়ানগরের একটি সরিষা ক্ষেতে পলাশের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ নিখোঁজ এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সি.রা/আআ
মন্তব্য করুন: