প্রকাশিত:
৯ ফেব্রুয়ারী ২০২৫, ২০:১০
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম সুজন (৩৯) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জর্জ কোটের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বালুবাগান এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
আদালত সূত্রে জানা যায় , ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান এলাকায় মো. নজরুল ইসলাম সুজন বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এসময় তার শোবার ঘর থেকে একটি কাপড়ের ব্যাগের মধ্যে দুইটি পলিথিনে বাঁধা অবস্থায় ৬০০ এ্যাম্পুল (বুপ্রেনরফিন ইঞ্জেকশন)সহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওইদিনই মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, আজকে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর এসআই আসাদুর রহমান মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত।
প্রসঙ্গত, মুন্সি নজরুল ইসলাম গণজাগরণ মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ জেলার সংগঠক, ঘাতক দালাল নির্মূল কমিটির নবাবগঞ্জ সরকারি কলেজের সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বাকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া গত ১৬ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদের বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ লিখে ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার আলোচনায় আসেন তিনি এবং সেইদিনই ভোররাতে তাকে গ্রেপ্তার করেছিল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
এমএএ/আআ
মন্তব্য করুন: