[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

আনিসুল-দীপু-সালমানসহ ৯ জন রিমান্ডে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:২৯

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা ও কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম জি এম ফারহান ইসতিয়াক উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে বাড্ডায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস হত্যাচেষ্টার অভিযোগে গত বছর মামলা দুটি দায়ের করা হয়। উভয় মামলায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

অন আসামিদের মধ্যে সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহসভাপতি গোলাম সারোয়ার পিন্টু রয়েছেন।

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক কুমার দাস হত্যাচেষ্টার কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর