[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

নাচোলে জোড়া খুনের ঘটনায় দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫, ২২:৫১

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় জোড়া খুনের ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এই তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাহির মল্লিকপুর এলাকার মো: তোফাজ্জল হকের ছেলে মো: শাহিন রেজা (২২) এবং আতাউর রহমানের ছেলে মো: সামাদ আলী (৩০)।

পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, গত ১৭ ডিসেম্বর আনুমানিক রাত ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে জোড়া খুনের ঘটনা ঘটে। ওই দিন রাতে মল্লিকপুর বাজারের গরুর হাট মাঠে একটি সংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে খোলশী এলাকার কিছু কিশোর বয়সের ছেলেরা নাচানাচি করছিল। তাদের এই নাচানাচি দেখে আসামি তামিম তাদেরকে নাচানাচি করতে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে তামিমের সাথে কথা কাটাকাটি ও তর্কে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষ মারামারি করতে করতে মাছ পট্টির টিন সেটের নিচে যায়। তামিম এক নাম্বার আসামি শাহিনের ভাতিজা হওয়ায় শাহিন খবর পেয়ে অন্যান্য আসামিদের নিয়ে ঘটনাস্থলে যায় এবং শাহীন তার পকেটে থাকা চাকু বের করে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকে। এতে মাসুদ ও রায়হান নামে দুইজন নিহত হয় এবং আরো চারজন আহত হয়।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গত ১৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই কিশোর মাসুদ রানা ও রায়হান আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় গত ০৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে ১০ জানুয়ারি ঢাকার সাভার এলাকা থেকে ০১ নং আসামী শাহিন রেজা ও ময়মনসিংহ জেলার ভালুকা এলাকা থেকে ০৭ নং আসামী সামাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে শাহিন রেজার দেওয়া তথ্যমতে ঘটনাস্থলের পাশের ময়লার স্তুপ থেকে হত্যা কাজে ব্যাবহৃত চাকুটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরোও জানান, নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি শাহিন। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, ওই ঘটনায় ১৮ ডিসেম্বর মাসুদ রানার পিতা বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর