প্রকাশিত:
১২ নভেম্বার ২০২৪, ২০:৩০
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চায়না ক্লে পরিবহনকারী ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি জব্দ করেছে বিজিবি। এই সময় ট্রাক চালক আব্দুর শুকরকে (৪০) আটক করা হয়। সে শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকার মো: আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পানামা পোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস দল। এ সময় ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লকুায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ্য অলংকারাদি এবং ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকারাদি উদ্ধার করে জব্দ করে বিজিবি।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
এমএএ/আআ
মন্তব্য করুন: