[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ছয় মাদকসেবী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১২ জুলাই ২০২৩, ০৪:১১

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ছয় জনেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (১০ জুলাই) রাত সারে ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার ২নং শাহাবাজপুর ইউনিয়নের আকিল পাড়া গ্রামে এক পুকুরের পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মৃত সাদেকুল ইসলামের ছেলে মোঃ বাবু (৩২) আব্দুস সাত্তারের ছেলে মোঃ শরিফ (৩০) মোঃ মোঃ আব্দুর রহিম ছেলে মিজানুর রহমান (৩৫)
মৃত এফাজ উদ্দিনের ছেলে মোঃ জিয়াউর রহমান (৩৫) মৃত অভি ঘোষের ছেলে শ্রী কৃষ্ণ ঘোষ (৩০) মোঃ সমির উদ্দিনের ছেলে মোঃ আনারুল ইসলাম (২৮)।

অভিযানটি পরিচালনা করেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‍্যাব-৫, এর রাজশাহীর একটি অপারেশন দল। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ১৫ পুরিয়া হেরোইন জব্দ করেন।

র‍্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিত সূত্রে জানা যায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীরা বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন করার উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর