[email protected] ঢাকা | সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ড. মুহাম্মদ ইউনূস।

রোহিঙ্গাদের সমস্যা সমাধানে ৭ দফা প্রস্তাব ঘোষণা ড. ইউনূসের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:২০

ছবি: সংগ্রহীত

রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোন রোহিঙ্গা আর বাংলাদেশে প্রবেশ না করে।

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ড. ইউনূস। তিনি বলেন, সমস্যা মিয়ানমারে সৃষ্টি, সমাধানও সেখানেই।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ এখন স্থিতিশীল আছে, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর