প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৭:৫১
বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করার কথা বলেছেন প্রবাসী কল্যাণ এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বিদেশে পাঠানোর আগে শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
উপাদেষ্টা বুধবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানে দক্ষকর্মী প্রেরণ সংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রবাসীদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, প্রবাসীদের পাসপোর্টসহ নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা দূর করার জন্য আমরা উদ্যোগও নেই। কিন্তু রাষ্ট্রযন্ত্র এমন এক পর্যায়ে রয়েছে, সেটা চাইলেই রাতারাতি সমাধান সম্ভব নয়। রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করে জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে বড় ধরনের সংস্কার প্রয়োজন।
প্রবাসে দেশের মর্যাদা ক্ষুন্ন হয়, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল বলেন, কিছু কিছু প্রবাসী ভাইয়েরা এমন কিছু অপকর্ম করেন, এতে দেশের মর্যাদা ক্ষুন্ন হয়। বাহরাইনে আমাদের শ্রম বাজার বন্ধ। এর কারণ অনুসন্ধানে যেটা জেনেছি, তা অত্যন্ত ভয়ঙ্কর। নিয়োগকর্তাকে গলা গেটে হত্যা করেছে আমাদের এক শ্রমিক। এতে সে দেশে আমাদের শ্রম বাজার বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এমন বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত মাত্র কয়েকজন। অথচ এতে হাজার হাজার শ্রমিক সমস্যায় পড়েন। অথচ আমাদের শ্রমিকদের বিষয়ে অনেক ইতিবাচক ধারনাও নিয়োগকর্তাদের মাঝে রয়েছে। তারা যথেষ্ট পরিশ্রমি ও দায়িত্ববান। দু-একটি খারাপ কাজের জন্য লাখ লাখ শ্রমিকের ভালো কাজগুলো আড়ালে পড়ে যায়।
প্রলোবনে পড়ে যে কোনো কাজে বিদেশে না গিয়ে সম্মানজনক কাজ নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আট থেকে দশ লাখ টাকা ব্যয় করে সৌদি আরবে গিয়ে বাংলাদেশের শ্রমিকরা মরুভূমির তপ্ত মাঠে কাজ করছেন। কেউ কেউ ভিক্ষাও করছেন। অথচ এ টাকা দিয়ে দেশেও তিনি একটি ভালো ব্যবসা করতে পারতেন। যেনোতেনো উপায়ে মধ্যসত্বভোগীদের প্রলোবনে পড়ে বিদেশে গিয়ে এভাবে নিজের ও পরিবারের ভবিষ্যতকে নষ্ট না করারও আহ্বান জানান আসিফ
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: