[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

গত রমজানের তুলনায় খাদ্যপণ্যের দাম সহনীয় আছে : প্রেস সচিব

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ মার্চ ২০২৫, ০০:১৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগ্রহীত

এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকার পুরো রমজান মাস জুড়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও তিনি আশ্বস্ত করেন।

শনিবার (১ মার্চ) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

শফিকুল আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম গত বছরের তুলনায় এবার সহনীয় পর্যায়ে আছে। সরকার এটি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে, ফলে সামনে পরিস্থিতি আরও ভালো হবে।

বাজারে সয়াবিন তেল সংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রেস সচিব জানান, বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিন তেলের কিছুটা ঘাটতি রয়েছে। তবে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে খোলা তেলের সংকট অনেকটাই কমে এসেছে। সরকারের মনিটরিং অব্যাহত থাকবে এবং এতে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে।

ডেস্ক/আআ

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর