প্রকাশিত:
১ মার্চ ২০২৫, ২৩:৪২
ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য কোনো বাংলাদেশি হত্যার শিকার হলে, ভারত থেকে এইদেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শনিবার (০১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, "সীমান্তে হত্যার বিষয়টি এখন আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারের। অনুপ্রবেশ বা অন্য যে কারণেই হোক না কেন, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না।"
তিনি বলেন, "হত্যাকাণ্ডের ঘটনাগুলো শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। শূন্যরেখা ভরতে প্রবেশ ঠেকাতে আমরা চেষ্টা করছি।"
এ সময় তিনি সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও উল্লেখ করেন।
ডেস্ক/আআ
মন্তব্য করুন: