[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২
thecitybank.com

সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু-গ্রহণযোগ্য হবে না: জামায়াত সেক্রেটারি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:৪১

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগ্রহীত

সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি ।

তিনি বলেন, নো ইলেকশন উইদাউট রিফর্মস। অন্তত নির্বাচন প্রক্রিয়ার সাথে যে সমস্ত প্রতিষ্ঠান ও অর্গানগুলো জড়িত... সেগুলোর সংস্কার করে নির্বাচন দিতে হবে। নির্বাচনকে নিরপেক্ষ করতে যে সময়টুকু প্রয়োজন, সেটি করে নির্বাচন দিন।

তিনি আরও বলেন, ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি।

তিনি বলেন, আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন। প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।

গোলাম পরওয়ার বলেন, নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে, ন্যায়বিচার পাবে বলে আশা করে জামায়াত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ার আইনবিধি কঠোর, তা বাতিল করা উচিত। সবার রাজনীতি করার অধিকার আছে।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর