[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সদর উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৬

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর বিএনপি’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে (টাউন ক্লাব) চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে কমিটি ঘোষণা করা হয়নি। পরে সদস্যদের নিয়ে ভোটের মাধ্যমে কমিটি দেয়া হবে বলে জানান নেতৃবৃন্দ।

পৌর বিএনপি’র আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহীন শওকত।

এদিকে বেলা ১২ টার দিকে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়।

এছাড়া  চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ. এইচ. এম. জামাল বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া জাকা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি-র সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম চাইনিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহবায়ক কামরুল আরেফিন বুলু, জেলা ছাত্র দলের আহ্বায়ক মোঃ ইউসুফ রাজা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান ইমতিয়াজ প্রমুখ।

প্রতিনিধি/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর