[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৯

চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিররের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী করেছে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে এই বণার্ঢ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে শান্তিমোড়ে এসে শেষ হয়।

এই সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটরি ইউসুফ আল গালিব, অফিস সম্পাদক ইকবাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড. গোলাম মোস্তফা ও মো: এনায়েতুল্লাহ।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি গোলাম মোস্তাফা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া জানায় কারণ দীর্ঘ ১৭ বছর পর শিবির মুক্ত পরিবেশে র‌্যালি করতে পেরেছে। প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ছাত্রশিবিরের ইতিহাস হচ্ছে রক্তের ও সংগ্রামের  ইতিহাস। এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ও বাংলাদেশের স্বাধীনতার স্বার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে ইসলামী ছাত্রশিবির প্রথম ও দ্বিতিয় কেন্দ্রীয় সভাপতিকে আমরা হারিয়েছি। তাই আজকে কেউ যদি ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে ইসলামী ছাত্রশিবির তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তত আছে ইনশা আল্লাহ।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আজিজ বলেন, ছাত্রশিবিররের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে বণার্ঢ র‌্যালি থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছ এবং সেই সাথে সকল সাধারন মানুষকে জানাই আন্তরিকভাবে মোবারকবাদ। আপনার জানেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে কার্যক্রম শুরু করেছিল ছাত্রশিবির। কিন্ত আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টু ভাইকে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শহীদ করেছে। আমরা এর বিচার চাই।

তিনি আরোও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের স্বাধীন স্বার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তরুণ ছাত্রসমাজের মুক্তির দিশারী হিসেবে কাজ করে যাচ্ছে। এই দীর্ঘ পথচলায় ছাত্রশিবিরের ২৩৪ জন ভাইকে শহীদ করা হয়েছে এবং অসংখ্য হাজার হাজার ভাইকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। এছাড়া আমাদের এখনো শত শত মামলার বোঝা বহন করতে হচ্ছে। আমাদের এই মামলাগুলো থেকে দ্রুত নিষ্পতি দিতে হবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর