প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ০০:৫০
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন। কিন্তু জনগণ জানে ইমানদারিত্বের দ্বারা কারা পরিচালিত হয়। জনগণ জানে কারা ওয়াদা ও অঙ্গীকার রক্ষা করে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মুগ্ধ-আবু সাঈদের রক্ত দিয়ে যারা দখলদারিত্ব করে, তাদেরকে আমরা প্রশ্রয় দেব? দলটি ইসলামের নামে রাজত্ব করে। আপনারা যে নেতাকে দার্শনিক নেতা বলেন, তিনিই বলেছেন গণতন্ত্র হচ্ছে বিষ মাখানো দুধের মাখনের মতো। আপনাদের কোনো দিন গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ছিল না। এরশাদের আমলে বলেছেন- নির্বাচনে যাবেন না। কিন্তু নির্বাচনে গেছেন। শেখ হাসিনার আঁচল ধরে গেছেন। সব সময় জনগণের সঙ্গে মুনাফিকি করেছেন।
তিনি বলেন, গত ১৭ বছরে নিরন্তর সংগ্রাম করে বেগম খালেদা জিয়া নিজে জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন। তারেক রহমান নির্যাতন সহ্য করছেন, কারাগারে ছিলেন। তারপরও জনগণের কাছ থেকে অঙ্গীকার সরে যাননি।
সরকারের ভেতরে হাসিনার দোসররা রয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতরে হাসিনার দোসররা আছে। রক্তপিপাসু শেখ হাসিনা ও তার দোসররা থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে না। গণতন্ত্রের চর্চা বা অনুশীলনও হবে না।
তিনি আরও বলেন, আজ হাসিনা ও ওসামা বিন লাদেনের মতো পরিস্থিতি হয়েছে। ওসামা বিন লাদেন যেমন আফগানিস্তানের পাহাড়ে ভিডিও বার্তা দিতেন, তেমনি এখন হাসিনা ভারতের পাহাড়ের গুহায়। গুহা থেকে অবরোধ করছেন। আবার অনলাইনে হরতাল করছেন। কিন্তু বাংলাদেশের মানুষ জানে না।
এর আগে বিকেলে সোনাগাজীতে বিচারবহির্ভূত হত্যার শিকার উপজেলা যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়। নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা, সদস্য সচিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেস্ক/আআ
মন্তব্য করুন: