[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ৩০শে ফাল্গুন ১৪৩১
thecitybank.com

“জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে”

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৫, ২০:৫৮

বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগ্রহীত

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা জেলা, মহানগর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি ‍যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনবিচ্ছিন্ন হলে, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে ৫ আগস্টের মত পরিণতি হবে।’

এসময় তারেক রহমান বলেন, ‘অন্যায়কারীদের সাথে বিএনপি সম্পর্ক রাখবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা জনগণের কাছে ৩১ দফা নিয়ে যাব। ৩১ দফার মাধ্যমে আমাদেরকে অনুধাবন করতে হবে, এটি বাস্তবায়ন করতে হবে। জনগণের পাশে থাকতে হবে। জনগণের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। জনগণের কাছ থেকে আমরা দূরে চলে গেলে ওই ৫ আগস্টের পরিণতি হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দলমত নির্বিশেষে সাধারণ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে, তাহলে আমাদের পক্ষে তাকে টানা সম্ভব না।’

সূত্র: এখন টিভি

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর