[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের নেতৃত্বে আজিজ-ইউসুফ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫, ১৫:১৯

চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের নতুন সভাপতি আব্দুল আজিজ ও সেক্রেটরি ইউসুফ আলী। ছবি: সংগ্রহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জের শহর শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে  সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি  নির্বাচিত হয়েছে মো: আব্দুল আজিজ এবং সদস্যদের পরামর্শে  সেক্রেটারি মনোনীত হয়েছেন মো: ইউসুফ আলি।

আজ মঙ্গলবার (০৭ জানুয়রি) বেলা ১২ টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসে এই কমিটি গঠনের আনুষ্ঠিক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী ,রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মহানগর শিবিরের সভাপতি প্রমূখ।

পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ছাত্রশিবির যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ শহর, পূর্ব ও পশ্চিম তথা তিনটি শাখায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে।

প্রতিনিধি/ আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর