প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৫, ১১:৪৩
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জের পূর্ব ও পশ্চিম শাখার ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এতে কেন্দ্রের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ পূর্ব ও পশ্চিম শাখার সভাপতি মনোনীত করা হয় মো: সালাহউদ্দিন সোহাগ এবং বায়জিদ বুস্তামিকে।
অপরদিকে সদস্যদের পরামর্শে চাঁপাইনবাবগঞ্জের পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারি মনোনীত করা হয় মো আব্দুল্লাহ এবং মো: মামুন আলিকে।
গতকাল সোমবার (০৬ জানুয়রি) সন্ধার পরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার রহনপুরে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব ছাত্রশিবিরের অফিসে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই শাখার সভাপতি নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি সিফাত আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ছাত্রশিবির যথাক্রমে চাঁপাইনবাবগঞ্জ শহর, পূর্ব ও পশ্চিম তথা তিনটি শাখায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে।
এমএএ/আআ
মন্তব্য করুন: