[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ভারতের গোলামী করার জন্য নই: হারুনুর রশিদ

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৪, ২৩:০৭

হারুনুর রশিদ। ছবি: সংগ্রহীত

জীবন দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ভারতের গোলামী করার জন্য নই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের অনুপনগর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপের দাবিতে আয়োজিত বিশাল জনসভায় তিনি এই কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ ভারতের গোলাম। তারা বলতো ভারতের সাথে তাদের নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক। আর অন্যদিকে বাংলাদেশের মানুষ ৭১ এ মুক্তিযোদ্ধ করে, জীবন দিয়ে এই মানচিত্র ও পতাকা সৃষ্টি করেছি। ভারতের গোলামের করার জন্য নয়। পাকিস্তানকে হটেয়েছিলাম ভারতের পকেটের মধ্যে যাওয়ার জন্য নয়। শেখ হাসিনা ভারতে অবস্থান করছে আর তার চোরেরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। সুতরাং ভারতকে বন্ধু বলা যাবে না।

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরেয়ে দেওয়ার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ভারত সরকারকে বলবো যদি বাংলাদেশের মানুষের সাথে সৌহাদ্যপূণ্য সম্পর্ক গড়তে চান তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। আর যে সকল এমপি মন্ত্রীরা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকেও ফিরিয়ে দিতে হবে। এছাড়া ভারত এখনো বাংলাদেশ বিরুধী প্রচারণা চালাচ্ছে। তাদের বিভিন্ন মিডিয়া ও চ্যানেল দেশ বিরুধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। সুতরাং এটা বন্ধ করতে হবে। আমরা কারো দয়া দিয়ে স্বাধীনতা অর্জন করিনি বরং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। তাই কেউ যদি ভেবে থাকে বাংলাদেশকে শাসন করবো, শোষন করবো তাহলে এটি বাংলাদেশের জনগন মেনে নিবে না।

বিএনপি নেতা হারুন বলেন, দেশে ভোটের নামে প্রহসন হয়েছে এবং গত ১৫ বছর অসংখ্য মানুষকে গুম, বিনা বিচারের হত্যা ও মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। তার পরিপ্রেক্ষিতে জুলাই-আগষ্টের গনবিপ্লবের মধ্য দিয়ে দেশ আবারোও স্বাধীন হয়েছে। আর ৫ আগষ্ট শেখ হাসিনা ‍দুপুরের খাবারটাও পর্যন্ত খেয়ে যেতে পারেনি। তার পুকুরের মাছ, আসবাবপত্র, হরিণ সব কিছু ছাত্রজনতা নিয়ে চলে গেছে।

ভারত থেকে শেখ হাসিনার অডিও বার্তার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ভারত থেকে উসকানি দিচ্ছে এবং তার কর্মীদের জাগানোর চেষ্টা করছে। তার বোকা কর্মীরা একটা দুইটা রাস্তায় বের হচ্ছে আর পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা ভারতে বসবাস করছে পাসর্পোট বিহিন অবস্থায়। সে সেখানে ট্রাভেল পার্স নিয়ে অবস্থান করছে। এটিই হচ্ছে দুনিয়াতে জালিমের শাস্তি।

আওয়ামী লীগ সরকারের ভোট কারচুপির প্রসঙ্গ টেনে বলেন, আমি ৯৬ সাল থেকে্ এমপি নির্বাচিত হয়েছি। কেউ কখনো বলতে পারবে না ভোট কারচুটি বা ভোটের বাক্স ছিনিয়ে এমপি হয়েছি। আর তারা এমপি ভোট তো দুরে থাক ইউপি, পৌরসভা ও উপজেলার ভোট পর্যন্ত কারচুপি করেছে। তারা নির্বাচন ব্যাবস্থাকে সে নষ্ট করে দিয়েছে। বিচার ব্যাবস্থাকেও তারা ধংস করে দিয়েছে। বেগম খালেদা জিয়ার মতো তিন বারের প্রধানমন্ত্রীকেও এই হায়না সরকার চিকিৎসা করার সুযোগ পর্যন্ত দেয় নাই।

চরঅনুপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহিদুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের আহবায়ক তসিকুল ইসলাম তসি, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ, জেলা সেচ্ছোসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জামিউল হক সোহেল, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আ.ক.ম শাহিদুল আলম বিশ্বাস পলাশ, তাঁতী দলের জেলা সভাপতি আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান ও সাবেক সহ-সভাপতি মীম ফজলে আজিমসহ আরও অনেকে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর