প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৪, ২২:৪৮
ঢাকার পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে নিহত ও আহতদের স্মরণ করেছে জামায়াত। সোমবার (২৮ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-গোমস্তাপুর-নাচোল ও ভোলাহাটে তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক ২৮শে অক্টোবর'২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে শিবগঞ্জে জামায়াতের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।আজ সোমবার (২৮ অক্টোবর) বৈকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি শিবগঞ্জ উপজেলার উদ্যোগে কানসাট আম বাজার মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামি বাংলাদেশ শিবগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা মোঃ সেফাউল মুল্ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী নবনির্বাচিত আমির ড. মাওলানা মোঃ কেরামত আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৫ বছরের স্বৈরশাসনের পরে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিগত দিনে যারা নির্বাচন চায়নি জনগণ তাদের কাছে নির্বাচন চাপায় দিতে চায় না।তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ লতিফুর রহমান, সাবেক এম.,পি.ও নায়েবে আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আরও উপস্থিত ছিলেন, মোঃ জাফর আলী,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমির ও সাবেক শিবগঞ্জ পৌর মেয়র। অধ্যাপক আব্দুল মান্নান শিবগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: সোমবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বরে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আবু বকর। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ড. মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমামূল হুদা, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুক্তারুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজির হোসেন, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ও সেক্রেটারি মইনুল ইসলাম, ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মুত্তাকিম আলীসহ অন্যরা।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাচোল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা ও পৌর শাখার আয়োজনে সোমবার বিকেলে ডাকবাংলো চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা নায়েবে আমির অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াত নেতা মুখলেসুর রহমান, নাচোল উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সেরাজুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, নাচোল সদর ইউনিয়নের আমির মেসবাউল গনি মাসুদ, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক।
এছাড়াও উপজেলা ও পৌর শাখার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌর আমির মনিরুল ইসলাম।
ভোলাহাট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ।বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. গোলাম কবির।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি ক্বারী মাওলানা মো. আলাউদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. সাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মুক্তারুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. তৌহিদুর রহমান, দলদলী ইউনিয়ন জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম, ভোলাহাট ইউনিয়ন জামায়াতের আমির মো. তাজামুল হকসহ অন্যরা।
প্রতিনিধি/আআ
মন্তব্য করুন: