chapaijournal@gmail.com ঢাকা | রবিবার, ১৬ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

পণ্য ছাড়াই রহনপুর থেকে ছেড়ে গেল 'কৃষিপণ্য স্পেশাল ট্রেন'

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৪, ১৬:০২

রহনপুর রেলওয়ে স্টেশন। ছবি: সংগ্রহীত

রহনপুর রেলওয়ে স্টেশন। ছবি: সংগ্রহীত

ম্যাংগো স্পেশাল ট্রেনের পর এবার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশন থেকে ঢাকা রুটে চালু হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। তবে এই ট্রেনে কোনো চাষি তাদের সবজি পরিবহন করেননি। ফলে সবজি ছাড়া প্রথমদিন ট্রেনটি ছেড়ে গেছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, রহনপুর-ঢাকা রুটে কৃষিপণ্য স্পেশাল ট্রেনে রয়েছে পাঁচটি লাগেজ ভ্যান বগি। এরমধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত বগি রয়েছে একটি, বাকি চারটি সাধারণ বগি। অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্যের মধ্যে ফল, সবজি ছাড়াও রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানে হিমায়িত মাছ, মাংস ও দুধ পরিবহনের ব্যবস্থা রয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের ঢাকায় যাওয়ার জন্য রয়েছে ব্যবস্থা। সবজির সঙ্গে তাদের বিনা ভাড়ায় যাওয়ার সুযোগ রাখা হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, মূল ভাড়া কম থাকলেও কুলি ও অন্যান্য পরিবহণ খরচ মিলে সড়কপথের চেয়ে ট্রেনে খরচ পড়ছে বেশি। মাঠ থেকে স্টেশন, স্টেশন থেকে মোকাম আলাদা পরিবহণ খরচ ও কুলি খরচ মিলে প্রতিকেজির খরচ দাঁড়ায় ৩ টাকারও বেশি। অন্যদিকে, ট্রাকে মালামাল পরিবহনের খরচ হয় দুই থেকে আড়াই টাকা। এইজন্য ট্রেনে মালামাল পরিবহনে সাড়া দিচ্ছেন না তারা।

ইসারুল ইসলাম নামে এক কৃষক বলেন, ট্রেনের সময় সকালে হওয়ায় পণ্য ঢাকায় পৌছাবে বিকেলে। আর ঢাকায় বাজারজাত করতে করতে সন্ধ্যা হয়ে যাবে। এই সময় সবজি বেচা কেনা বেশি হবে না এবং কাঁচামাল পচে যাওয়া সম্ভাবনা আছে।

রহনপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মামুন আলি বলেন, পণ্যবাহী স্পেশাল ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে কোনো কৃষিপণ্য ছাড়াই ছেড়ে গেছে। এই ট্রেনে কেউ কোনো সবজি পরিবহন করেননি কৃষকেরা।

এছাড়া তিনি আরোও জানান, জেলার আমনুরা স্টেশন দিয়ে ১৩টি স্টেশনে যাত্রাবিরতি করে বিকেল ৫টা ২০ মিনিটে তেজগাঁও স্টেশনে থামবে ট্রেনটি। এতে প্রতি কেজি কৃষিপণ্যে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর