[email protected] ঢাকা | শনিবার, ১৫ই মার্চ ২০২৫, ১লা চৈত্র ১৪৩১
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ২২:৪৪

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সৈনিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।


বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার আহ্বায়ক মরসালিন হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, বঙ্গবন্ধু কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি, লে. কর্ণেল (অব:) রমজান আলী সরকার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল হাকিমসহ অনান্যরা।

এছাড়াও প্রধান বক্তা উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় শ্রমিক লীগের  সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য।


বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সদস্য সচিব বাবুল আক্তারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ এম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুর আলম খান পাপ্পু, যুব ও ক্রীড়া বিষয়ক সহসম্পাদক মীর মো. রাশেদসহ অন্যরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর