প্রকাশিত:
২৯ মে ২০২৩, ০৪:২৪
চাঁপাইনবাবগঞ্জে ‘গ্যাপ ও এইচএসিসিপি’ পদ্ধাতি অনুসরণের মাধ্যমে রপ্তানিযোগ্য নিরাপদ আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয় ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এই কর্মশালার আয়োজন করে। বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে কর্মশালয় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. মসিউল করিম বাবু, সহসভাপতি মো. আখতারুল ইসলাম রিমন, সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম।
প্রশিক্ষণ কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে মূল আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দিন, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক।কর্মশালায় নিরাপদ কেমিকেলমুক্তভাবে উন্নত পদ্ধতিতে আম চাষাবাদকরণ, আমের রোগ-বালাই দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি এবং আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত ৭০ জন আমচাষি ও ব্যবসায়ী।
কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ী ছাড়াও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: