প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ১২:৪০
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও আলমগীরের হোসেনের ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলমগীরের স্ত্রী হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নাচোল উপজেলায় মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা থানায় দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: