প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৫:৩৯
চাঁপাইনবাবগঞ্জের ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জের বাসীদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জের ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৪ আগষ্ট) রাজধানীর পুরানা পল্টনের এক সেমিনার রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সেক্রেটারি এড. জনাব দোলোয়ার হোসেন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাধারণ সভায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার আহবায়ক কমিটির সভাপতি এড. ইব্রাহীম খলিল ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন। এতে কমিটিতে সভাপতি হিসেবে জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল (সদর) ও সেক্রেটারি হিসেবে এড. মারুফুল ইসলামের (গোমস্তাপুর) নাম ঘোষনা করা হয়। এছাড়াও সহ সভাপতি হিসেবে ৪ জনের নাম ঘোষনা করেন তারা হলেন এড. দেলোয়ার হোসেন (শিবগঞ্জ), এড. ইব্রাহিম খলিল (নাচোল), মাস্টার দুরুল হুদা এবং ডা. আব্দুল্লাহ আল মাহমুদ (শিবগঞ্জ)। সহ-সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান ৩ জন। তারা হলেন, ওয়াহিদ আল হাসান (সদর), আহসান হাবিব (শিবগঞ্জ), এবং আশফাকুল আশেকীন (সদর)।
তাছাড়াও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের (সদর), অর্থ সম্পাদক মাহফুজ আলম (শিবগঞ্জ), সহ-অর্থ সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুম (সদর), সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ নূরুল আওয়াল (নাচোল), যুব ও ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রাজু (সদর), সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল (গোমস্তাপুর), সহ-সমাজকল্যাণ সম্পাদক জুলফিকার আলী (শিবগঞ্জ), শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান (শিবগঞ্জ), ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ লিটিল (সদর), কর্মসংস্থান সম্পাদক ইঞ্জি. মাহমুদুর রহমান সাহিদ (সদর), আইন সম্পাদক এড. ফাতহুল বারী (ভোলাহাট), স্বাস্থসেবা সম্পাদক মুস্তাফিজ বাবু (শিবগঞ্জ), সহ-স্বাস্থসেবা সম্পাদক মোতাহার হোসেন (শিবগঞ্জ), প্রকাশনা সম্পাদক মাসুম রেজা (নাচোল), প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল বাশির (শিবগঞ্জ) উন্নয়ন সম্পাদক ইঞ্জি. আহমদ আলী সুমন (সদর), সাংস্কৃতিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মাসুম (সদর), প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান (সদর), তথ্য-প্রযুক্তি সম্পাদক আল আরাফাত হোসেন (শিবগঞ্জ)। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে ০৮ জনের নাম ঘোষনা করা হয় তারা হলেন, মোয়াজ্জেম হোসেন ডগার, তরিকুল ইসলাম, আব্দুল হালিম, ইঞ্জি. আবু সাইদ (সদর), এড. রইস উদ্দিন (ভোলাহাট), লাভলু (সদর), সারিউল ইসলাম রাজু (সদর) এবং ঢাকাস্থ ফোরামের সভাপতি হিসেবে মোহাইমিনুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্টি গুনিজনদের নিয়ে ৯ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, ড. এম উমার আলী, মাওলানা আবু জার গিফারী, সেতাউর রহমান, অধ্যাপক আতাউর রহমান, ইঞ্জি. নূরুল ইসলাম, ইঞ্জি মুসতাদার রহমান, ইঞ্জি শামসুল হক জহির, ইঞ্জি. নাজমুল হুদা, মোঃ শরিফুদ্দিন।
প্রধান অতিথি ও নবগঠিত কমিটির সভাপতি নূরুল ইসলাম বুলবুল আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জকে কে একটি স্বনির্ভর জেলা হিসাবে গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, আত্মকর্মসংস্থান, মানুষের অধিকার বিশেষ করে দল মত নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যারা ঢাকায় আসবে বিশেষ করে স্বল্প আয়ের মানুষ তাদের আবাসনের ব্যবস্থা করা হবে। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট শিক্ষা প্রতিষ্ঠানকে একটি অন্যতম কাঠামো দাঁড় করানোর জন্য তিনি সবাইকে একযুগে সম্মিলিতভাবে কাজ করার আহŸান জানান" এছাড়াও প্রধান অতিথি আরো বলেন আমরা যে যেখানে থাকি সবার মাঝে যেনো যোগাযোগ থাকে। আমরা ঐতিহাসিক বিপ্লবকে কার্যকরী করে গড়ে তুলতে চাই। আমরা প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে পৌঁছাতে চাই। সকলে মিলে একত্রিত হয়ে নতুন চাঁপাইনবাবগঞ্জ গড়তে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সেক্রেটারি ও নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার সহ-সভাপতি এড. দেলোয়ার হোসেন বলেন, আমাদের ফোরামের বন্ধু বাড়াতে হবে এর জন্য নেটওয়ার্কিংয়ের কোনো বিকল্প নেই। আমাদের ফোরামের মুল কাজ দাওয়াত। দাওয়াতের কাজ যত বাড়াতে পারবো ফোরাম তত সমৃদ্ধ হবে। ঢাকার সমস্ত চাঁপাইনবাবগঞ্জ বাসীকে এই ফোরামে সম্পৃক্ত করতে পারাই আমাদের সর্বোচ্চ সফলতা।
উল্লেখ্য যে ৫ আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জ ফোরাম ঢাকার ৮ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয় পরবর্তিতে আহবায়ক কমিটি নতুন কমিটি গঠনের কাজ শুরু করে।
এম.এ.এ/ই.ই
মন্তব্য করুন: