প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১১:৪৮
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।
জানা যায়, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার পরিচালক আশরাফ আলী জানান, শুক্রবার রাতে মাদ্রাসার ১৩ জন ছাত্রী একসাথে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম জানান, ভোররাত সাড়ে তিনটার দিকে দুইজন বাচ্চাকে মাদ্রাসা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জামিলা নামক বাচ্চাটি মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। তানিয়ার পায়ে দাগ ছিলো এবং জমিলার গা হলুদ হলুদ ভাব ছিলো। ধারনা করা হচ্ছে সাপ বা অন্য কোন বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। এছাড়া খাদ্যের মাধ্যমে ফুড প্রয়েজিং হলে মাদ্রাসার অন্য বাচ্চারাও আক্রান্ত হতো কিন্ত তারা সুস্থ আছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মধ্যরাতের দিকে মাদ্রাসা থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান আছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: