প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ২০:৩৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্তের আওতায় আসা কর্মকর্তারা হলেন—ঢাকা পূর্ব কর অঞ্চলের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল বন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, রাজশাহীর উপকমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কমিশনার সেহেলা সিদ্দিকা ও কর পরিদর্শক লোকমান আহমেদ।
এর আগে, গত ২৯ জুন ও ১ জুলাই এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দেয় দুদক।
উল্লেখ্য, এই কর্মকর্তাদের বেশরিভাগই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য ছিলেন। এই পরিষদের নেতৃত্বে সম্প্রতি এনবিআরের কাঠামো ও নীতিমালার সংস্কারের দাবিতে আন্দোলন করেন কর্মকর্তারা।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: