[email protected] ঢাকা | শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২
thecitybank.com

উত্তরপত্র নিয়ে পালালেন এইচএসসি পরীক্ষার্থী, বাড়ি থেকে উদ্ধার

চাপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৭:০৮

ছবি: সংগ্রহীত

পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান এইচএসসি পরীক্ষার হল থেকে উত্তরপত্র নিয়ে পালিয়েছেন এক পরীক্ষার্থী। পরে পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) ইন্দুরকানী উপজেলার এফ করিম আলিম মাদরাসায় ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। পরে ওই পরীক্ষার্থী বহিষ্কার এবং দায়িত্বরত দুই কক্ষ পর্যবেক্ষককে অব্যাহতি দিয়েছে পরীক্ষা কমিটি।


কক্ষ পর্যবেক্ষক চঞ্চল কুমার হালদার জানান, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শেষে ৫ নম্বর কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা উত্তরপত্র জমা না দিয়ে নিয়ে পালিয়ে যান। পরে ১০ কিলোমিটার দূরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামের ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে পুলিশের সহযোগিতায় উত্তরপত্রটি উদ্ধার করা হয়।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানান, উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে বিষয়টি বোর্ড চেয়ারম্যানকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই পরীক্ষার্থীর ফাইল থেকে উত্তরপত্রটি উদ্ধার করে। বোর্ডের নির্দেশে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং ওই কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুজন কক্ষ পর্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব সঞ্জীব কুমার সাহা বলেন, পরীক্ষা শেষে এক পরীক্ষার্থী উত্তরপত্র জমা না দিয়ে পালিয়ে গেছে এমন অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষে দায়িত্বপ্রাপ্ত দুজন পর্যবেক্ষককে পরবর্তী পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পরীক্ষার কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থী উত্তরপত্র নিয়ে বাড়ি চলে যান। পরে পুলিশ ওই পরীক্ষার্থীর বাড়ি থেকে উত্তরপত্রটি উদ্ধার করে।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর