[email protected] ঢাকা | সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

ভোলাহাটে বিএনপির নেত্রী শাহানাজ আটক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১২:১৩

বিএনপি নেত্রী শাহানাজ আক্তার। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৮ জুন) রাত সাড়ে ০৯ টার দিকে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ।

পুলিশ সূত্র থেকে জানা যায়, গত ২৩ জুন ভোলাহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর গায়ের উপর গরম ডাল ঢেলে দেন  তাজকেরা খাতুন। এতে স্বামীর শরীর ঝলসে যায় এবং তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার উসকানীদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহানাজ খাতুনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, ভোলাহাট থানার একটি মামলায় উসকানীদাতা হিসেবে শাহানাজ খাতুনকে আটক করেছে পুলিশ। আজকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর