[email protected] ঢাকা | সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১ জুন ২০২৫, ২২:২১

অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।

রোববার (০১ জুন) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।

এছাড়া শিবগঞ্জের ভেটেরিনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা সিভিল সার্জন মোঃ এ কে এম সাহাব উদ্দিন, জেলা মৎস অফিসার মোঃ মাহবুবুর ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ কবীর উদ্দীন আহমেদ এবং খামারিদের মধ্যে বক্তব্য দেন জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের সভাপতি মুনজের আলম মানিক।

বক্তারা বলেন, দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস। গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজকরা জানান, সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধপান অভ্যাসে পরিণত করতে হবে, আর এ লক্ষ্যেই সচেতনতামূলক এ আয়োজন করা হয়েছে।

দুগ্ধপানকে উৎসাহিত করতে এমন আয়োজন প্রতি বছর জেলা পর্যায়ে হওয়া দরকার বলে মনে করেন খামারিরা।

পরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।

মা.স/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর