[email protected] ঢাকা | শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২
thecitybank.com

মমতা ক্লিনিকের ভিতর থেকে স্টাফের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৬ মে ২০২৫, ২৩:৪৮

মমতা ক্লিনিক। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিকের ভিতর থেকে সজিব হাসান জয় (২৬) নামে এক স্টাফের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল মোড়ে অবস্থিত মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে এই ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মৃত সজিব হাসান জয় (২৬)  হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিশালবাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, ৯৯৯ এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ সংবাদ পায়। পরে পুলিশের একটি টিম এসে মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে দরজা ভেঙ্গে সজিব হাসান জয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জাব্বার জানান, সন্ধ্যার দিকে একজন এসে আমাকে জানায় ৫ম তলায় রুমের দরজা লাগিয়ে রেখেছেন সজিব হাসান জয়। অনেক ডাকাডাকি করার পরও তিনি রুমের দরজা খুলছেন না। পরে পুলিশের ইমারজেন্সি সহায়তা নাম্বারে ফোন দিই এবং পুলিশ এসে সজিব হাসান জয়ের লাশ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, সন্ধ্যার পরে একজন রোগি ইমারজেন্সিতে এসেছিলেন। রোগিটি এখানে নিয়ে আসার পর তার পালস, বিপিসহ যাবতীয় মেডিকেল টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট থেকে জানা যায় তিনি এখানে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার গলায় একটি চিহ্ন পাওয়া গেছে এবং শরীরে আর কোথাও কোন চিহ্ন নাই। পোস্ট মার্ডাম করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা অভিযোগ নিবো, তা না হলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ইউডি মামলা দিলে তা গ্রহণ করে আমরা পোস্ট মার্ডাম করবো। এছাড়া পোস্ট মার্ডাম রিপোর্ট পাওয়া গেলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর